TV3 BANGLA
বাংলাদেশ

বাড়িতে হামলার খবর গুজবঃ লিটন

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের।

নিজের বাড়িতে কোনো হামলা হয়নি বলে নিশ্চিত করেছেন লিটন। সেইসঙ্গে গুজবে কান না দিতেও অনুরোধ করেছেন এই টাইগার ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম–বর্ণ–নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’

লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। যদিও পরে দেশটির অনেক গণমাধ্যম সত্যটি তুলে ধরে।

এম.কে
০৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হয়ঃ সারোয়ার

আমাকেও হয়ত বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে”— বিজেপি নীতির সমালোচনায় অমর্ত্য সেন

রোবটিক চিকিৎসার হাব হচ্ছে ঢাকাঃ স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগে নতুন দিগন্ত