TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহাম হতে ১২ বছরের মোহাম্মদ নিখোঁজ, তথ্য দিতে পুলিশের আহ্বান

বার্মিংহামের ওয়াশউড হিথ এলাকা থেকে মোহাম্মদ নামের ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির খোঁজ না মেলায় স্থানীয় পুলিশ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।

নিখোঁজ মোহাম্মদের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। তাকে সর্বশেষ দেখা গেছে ধূসর রঙের একটি নাইকি ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায়। ঘটনার পর থেকেই পুলিশ এবং পরিবার শিশুটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, কেউ যদি মোহাম্মদকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে অবিলম্বে ৯৯৯ নম্বরে ফোন করতে হবে। ফোন করার সময় ১৪ সেপ্টেম্বরের লগ নম্বর ২২২৫ উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। তারা বলেছে, শিশু নিখোঁজের ঘটনায় প্রতিটি তথ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

‘ঝগড়া’ মিটমাট করতে একান্তে সাক্ষাত করবেন ডায়ানার দুই ছেলে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের একমাত্র জগন্নাথ মন্দির ভেঙে ফেলা হচ্ছে

ইউকেতে আঘাত হেনেছে স্টর্ম সিয়ারান, যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড