ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার–এর ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ডেইলি স্টার ভবনের ভেতরে বহু সংবাদকর্মী আটকা পড়েন। আগুন ও ধোঁয়ার কারণে তারা ভবন থেকে বের হতে না পেরে ছাদের দিকে আশ্রয় নিতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন।
ডেইলি স্টার ভবনে আটকে পড়া সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিস্থিতির কথা জানান। তিনি লেখেন, তিনি শ্বাস নিতে পারছেন না, চারদিকে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং তিনি ভবনের ভেতরে আটকে আছেন।
ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমানও জানান, আগুন দেওয়ার পর ভবনের ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন। নিরাপত্তার জন্য সবাই ছাদে উঠে যান এবং সেখান থেকেই উদ্ধারের অপেক্ষা করেন।
ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

