4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

‘বিজেপি সরকার ১৫ দিনও টিকে কিনা’, কিসের ইঙ্গিত দিলেন মমতা

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের দায়িত্ব নেওয়ার আগেই শুনিয়ে দিলেন অশনিসংকেত। তার ইঙ্গিত, ইন্ডিয়া ব্লক শিগগিরই কেন্দ্রের লাগাম হাতে নিতে পারে। মমতা বলেছেন, ‘সরকার কখনো কখনো মাত্র একদিনের জন্য হয়!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের এক দিন আগে শনিবার ৮ জুন তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর মমতা এমন কথাই বলেছেন। তিনি আরও বলেছেন, তার দল শপথ অনুষ্ঠানে যোগ দেবে না। কারণ এই সরকার ‘অবৈধ ও অগণতান্ত্রিকভাবে’ গঠন করা হচ্ছে।

টানা দুইবার এককভাবে সরকার গঠনের পর এবার প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপিকে মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নিতীশ কুমারের জেডিইউ এখন বিজেপির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। সরকার গঠনে দরকার আরও কমপক্ষে ৩২ টি।

২০১৪ সাল থেকে টানা দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে সংসদে আধিপত্য বজায় রেখেছে বিজেপি। কিন্তু এবার সরকার গঠন করতে গিয়ে খাবি খাচ্ছে। ছোট দলের মন রক্ষা করতে সমঝোতায় যেতে হচ্ছে মোদিকে।

এই পরিস্থিতির জন্য খোঁচা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা ৪০০টি আসন বলেছিল, তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। নিজের মতো করে ভাববেন না যে, ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি করেনি বলে কিছুই ঘটবে না। আমরা অপেক্ষা করছি এবং দেখছি, কারণ শেষ পর্যন্ত একটি নতুন ইন্ডিয়া সরকার হবে। ওদের কিছুদিন থাকতে দিন। সরকার তো কখনো কখনো মাত্র একদিন টিকে। যে কোনো কিছু ঘটতে পারে, কে জানে এই সরকার ১৫ দিনও টিকে কিনা!’

ভোটের মাঠে সগৌরবে ফিরে আসা কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকের মতো মিত্রদের শক্তিশালী ভূমিকার কারণে ইন্ডিয়া জোট ২৩২টি লোকসভা আসন পেয়েছে। তৃণমূল এখন সংসদের চতুর্থ বৃহত্তম দল। আসনসংখ্যার দিক থেকে শীর্ষ পাঁচটি দলের মধ্যে চারটিই ইন্ডিয়া জোটের। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোটের এখনো নেই।

এনডিএ মিত্রদের পক্ষ থেকে বিজেপিকে লিখিত সমর্থন দেওয়ার পরও কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন, তারা সরকার গঠন করতে পারেন। এমনকি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে গত বৃহস্পতিবার জোটের বৈঠকের পরে বলেছিলেন, জনগণ যে বিজেপির শাসন আর চায় না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইন্ডিয়া জোট উপযুক্ত সময়ে যথাযথ পদক্ষেপ নেবে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০৮ জুন ২০২৪

আরো পড়ুন

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

জীবনের প্রথম ওমরাহর অভিজ্ঞতা শোনালেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নাতি

কেনিয়ায় আদালত আটকে দিলেন আদানির বিমানবন্দর চুক্তি