6.6 C
London
December 24, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন, যারা আছেন!

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টা এতে সই দিয়েছেন।’

এ এল এম ফজলুর রহমানের নেতৃত্বে এই তদন্ত কমিশনে সামরিক বাহিনীর দুজন সদস্য, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক, সিভিল সার্ভিসের একজন, পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা আছেন বলে জানা গিয়েছে।

এম.কে
২৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করা যুবক চিকিৎসাধীন

সিলেটে চিনি চোরাচালান চক্রের হোতা ছাত্রলীগের শীর্ষ ৪ নেতা

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ