15.5 C
London
September 20, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিদেশি গুপ্তচর নিয়োগ দিতে গোপন ওয়েব পোর্টাল খুলেছে যুক্তরাজ্যের এমআই-৬

বিদেশি গুপ্তচরদের আকৃষ্ট করতে গোপন ওয়েব পোর্টাল চালু করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬।

বিদেশি, বিশেষ করে রাশিয়ার গুপ্তচরদের আকৃষ্ট করতে গোপন ওয়েব পোর্টাল চালু করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই–৬। এই ওয়েব পোর্টালে রয়েছে একটি সুরক্ষিত বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিদেশি গুপ্তচর নিয়োগ এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ সহজ হবে গোয়েন্দা সংস্থাটির জন্য।

আজ শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্ট কুরিয়ার’। পোর্টালটি রয়েছে ‘ডার্ক ওয়েবে’ বা গোপন ওয়েবসাইটের জগতে। তাই এটিতে সাধারণভাবে প্রবেশ করা যাবে না। পোর্টালটিতে প্রবেশের নিয়মকানুন আজ নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এমআই–৬।

রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের চরদের লক্ষ্য করে বানানো পোর্টালটি আজ উদ্বোধন করেন এমআই–৬–এর বিদায়ী প্রধান স্যার রিচার্ড মুর। সংস্থাটির প্রধান হিসেবে জনসমক্ষে দেওয়া নিজের শেষ ভাষণে তিনি সম্ভাব্য গুপ্তচরদের প্রতি আহ্বান জানান, তারা যেন ইউটিউবের ওই ভিডিও দেখে পরিচয় গোপন রেখে পোর্টালটিতে প্রবেশ করেন।

তুরস্কের ইস্তাম্বুল শহরে দেওয়া ওই ভাষণে রিচার্ড মুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পুতিন রাশিয়া–ইউক্রেন যুদ্ধে জয় পাবেন না। আর ইউক্রেনে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাও নেই তার। রিচার্ড মুরের ভাষ্য, ‘পুতিন নিজের সক্ষমতার চেয়ে বেশি বোঝা কাঁধে নিয়ে ফেলেছেন।’

এদিকে আজ পোর্টালটি চালুর ঘোষণার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছিলেন, বিশ্ব বদলানোর সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের ওপর হুমকিগুলো বাড়ছে। তাই শত্রুদের চেয়ে যুক্তরাজ্যের এক ধাপ এগিয়ে থাকাটা অবশ্যই নিশ্চিত করতে হবে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো এই চ্যালেঞ্জের প্রথম সারিতে রয়েছে। পর্দার আড়ালে থেকে তারা দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

সন্তানদের খাবার জোগাতে কর্মক্ষেত্রে না খেয়ে থাকছেন এনএইচএস নার্স!

রিফর্ম ইউকে-র নাটকে ফের জিয়া ইউসুফ, ব্রিটিশ রাজনীতি কি এখন শুধুই কৌতুক?

২০২৪ সালে যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ