4 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

বিভিন্ন অপরাধে জড়িত ১৮ হাজার ব্যক্তির সুইস ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস!

ফাঁস হয়েছে ক্রেডিট সুইস ব্যাংকের ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য, যার মাধ্যমে বিপুল অংকের অর্থ পাচারের নতুন কেলেঙ্কারি আবারও সামনে এসেছে। মূলত নির্যাতন, মাদক পাচার, মানি লন্ডারিং, দুর্নীতি এবং অন্যান্য গুরুতর অপরাধের সাথে জড়িত ক্লায়েন্টদের লুকানো সম্পদ প্রকাশ পেয়েছে।

গার্ডিয়ান জানায়, সুইজারল্যান্ডের বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য ফাঁস করেছেন একজন ‘হুইসেল ব্লোয়ার’।

 

জানা গেছে, ফাঁস হওয়া অ্যাকাউন্টে সম্পদের পরিমাণ ৮০ বিলিয়ন পাউন্ডেরও বেশি। এ অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে ১৯৪০ থেকে ২০১০ এর দশকের মধ্যে।

 

জার্মানির একটি সংবাদপত্র তথ্যগুলো পাওয়ার পর তা নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান ও লে মুন্ডেসহ ৪৬টি গণমাধ্যমের কাছে সরবরাহ করে। উল্লেখযোগ্য সংখ্যক দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানদের নামও আছে তালিকায়।

 

এর মধ্যে আছেন পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান, ইয়েমেনের গোয়েন্দা প্রধান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের সাবেক একনায়ক প্রয়াত হোসনি মুবারকের দুই ছেলে।
বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন ও আন্তর্জাতিক রাজনীতিতে ভূ-কৌশলগত ভূমিকা কাজে লাগিয়ে সুইস ব্যাংকে অর্থ জমিয়েছিলেন।

 

তথ্য ফাঁসের বিষয়ে ক্রেডিট সুইস রোববার (২০ ফেব্রুয়ারি) একটি বিবৃতিতে জানিয়েছে, ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলো অনেক পুরান। মিডিয়ার তদন্ত শুরুর আগে এর ৯০ ভাগ অ্যাকাউন্ট বন্ধ বা বন্ধের পথে ছিল। বাকি ১০ ভাগ অ্যাকাউন্টের বিষয়ে যাচাই করা হচ্ছে।

 

তবে ব্যক্তিগত গ্রাহক নিয়ে তারা কোনো মন্তব্য করতে চায় না। কারণ অযাচিত গ্রাহকের বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

 

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে সুনাম রয়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের যা সুইস ব্যাংক নামেই বেশি প্রচলিত। হিসাবের তথ্য গোপন শুধু নয়, হিসাবধারীর পরিচয় বা অন্য কোনো তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই তথ্য ফাঁসের ঘটনা এর গ্রাহকদের মধ্যে প্রভাব ফেলবে বলে মধারণা করছেন বিশেষজ্ঞরা।

 

২২ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ

অনলাইন ডেস্ক

সেন্টমার্টিনের নিয়ন্ত্রণ নিয়ে কখনও বাংলাদেশের সাথে আলোচনা হয় নাইঃ যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের স্কুলবাসের লাগেজ বাক্সে অভিবাসী