15.8 C
London
June 16, 2025
TV3 BANGLA
Uncategorized

বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করল ভারত

বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ অক্টোবর) ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল।

উল্লেখ্য, দীর্ঘদিন কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভিসা সেবা বন্ধ রেখেছিল ভারতীয় দূতাবাস। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি। অন্যান্য ভিসা শিগগিরই চালু করা হবে বলে ওই পোস্টে জানানো হয়।

১০ অক্টোবর ২০২০

আরো পড়ুন

Expert Explains How To Properly Wear A Face Mask

ডা. মঈনের মৃত্যু: কোন্ পথে বাংলাদেশ?

”কেউ ৩ মাসে, ৬ মাসে পর্তুগালে কাগজ পেয়ে গেছে।” – Law with N Rahman