17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
সিলেট

বিবিসিতে করোনা ভ্যাকসিন নিয়ে সিলেটি ভাষায় প্রশ্নোত্তর

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে ৮ ডিসেম্বর থেকে। গবেষণায় দেখা গেছে যে যুক্তরাজ্যের জাতিগত সংখ্যালঘুরা করোনা ভাইরাস ভ্যাকসিন নিতে উদ্বেগ ও অনীহা দেখাচ্ছেন। সঠিক জ্ঞানের অভাবে তারা এই ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন।

 

রয়েল সোসাইটি ফর পাবলিক হেলথের গবেষণা থেকে জানা গেছে যুক্তরাজ্যের সাধারণ নাগরিকরা ৭৬ শতাংশ জন এই ভ্যাকসিন দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এশীয় এবং আফ্রিকার সংখ্যালঘুরা মাত্র ৫৭ শতাংশ জন এই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আগ্রহী।

 

তাই সংবাদ মাধ্যম বিবিসি তাদের এশিয়ান শ্রোতাদের ভ্যাকসিন সম্পর্কে জানিয়েছেন পাঁচটি এশিয়ান ভাষায়। তারা মনে করছেন এই উদ্যোগ শ্রোতাদের ভ্যাকসিন সম্পর্কে ভয় অনেকটা কমিয়ে আনবে।

 

যুক্তরাজ্যের ডাক্তার আবদুল মান্নান সিলেটিতে ভাষায় করোনা ভাইরাস ভ্যাকসিন সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন:

 

১. ভ্যাকসিন জিনিসটা কি?

ভ্যাকসিনের কাজ শরীরকে ভাইরাস চিনিয়ে দেয়া এবং তার সাথে লড়াই করতে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তোলা।

 

২. এই ভ্যাকসিন কি নিরাপদ?

যুক্তরাজ্যে ওষুধ অথবা হেলথ কেয়ার পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা আছে যাদের কাজ হলো এই দেশের কোনো ওষুধ, ভ্যাকসিন অথবা অন্যান্য হেলথ কেয়ার পণ্য নিরাপদ কিনা তা দেখা। তারা তদন্ত করে দেখেছে যে এই ফাইজার/বায়োএনটেক করোনা ভাইরাসের ভ্যাকসিনটি নিরাপদ।

 

৩. এই ভ্যাকসিনের  কি প্রতিক্রিয়া হতে পারে?

কোনো ভ্যাকসিনই সাইড ইফেক্ট মুক্ত নয়। করোনার ভ্যাকসিন নিলে হাল্কা মাথা বেথা, ক্লান্ত লাগা, হাল্কা শরীরে বেথা অনুভব হতে পারে।

 

 

৪. এই ভ্যাকসিন কি হালাল?

এটি হালাল উপাদান দিয়ে বানানো হয়েছে। তাই এটি হালাল।

 

৫. অ্যালার্জি থাকলে কি এই ভ্যাকসিন নেয়া যাবে?

আপনার দেহে আগের থেকে অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

 

সূত্র:বিবিসি
২২ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

দেশী কোচ ও মাশরাফিকে নিয়েই সিলেট স্ট্রাইকারের শিরোপা জয়ের স্বপ্ন

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বিজয়ী ১২ কাউন্সিলর মৌলভীবাজারের

সিলেটের টেংরা টিলার মাটির নিচে সম্পদের ভান্ডার