6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

বিশ্বকাপ দর্শকদের দেওয়া ‘হায়া কার্ডের’ মেয়াদ বাড়ালো কাতার

বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের আতিথেয়তাসহ বিভিন্ন সেবা দিতে ‘হায়া কার্ড’ চালু করেছিলো কাতার। বিশ্বকাপের টিকিটপ্রাপ্ত বা হায়া কার্ডধারীরা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও ৯০ দিন কাতারে অবস্থান করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কাতার।

দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত হায়া কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে কার্ডধারীরা বরাদ্দ করা যাবতীয় সেবা ও সুবিধা ভোগ করতে পারবেন ২০২৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।

তবে যারা হায়া কার্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী তাদের আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের বৈধতা সম্পর্কিত প্রত্যয়নপত্র, কাতার বিশ্বকাপের সময় যে যে হোটেল কিংবা বাসায় অবস্থান করেছেন— তার প্রমাণপত্র, রিটার্ন টিকিটের কপি ইত্যাদি সংযুক্ত করতে হবে।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো কাতার; আর বিদেশি দর্শকদের জন্য সেই আসরের প্রবেশ বিষয়ক অনুমতিপত্র (এন্ট্রি পারমিট) ছিল এই হায়া কার্ড। হায়া কার্ডধারীদের জন্য বিভিন্ন সুযোগ ও সেবার ব্যবস্থাও করেছিল কাতারের সরকার। সূত্র: টাইম নিউজ

আরো পড়ুন

সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের দান করে গেছেন মার্কিন সৈনিক

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে ২৬টি মসজিদ

হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া