6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম

বিশ্বের শীর্ষ শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ পাসপোর্ট। এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। পুরো পৃথিবীর মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্টই এখন সবচেয়ে শক্তিশালী। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা পৃথিবীর ২২৭টি দেশের মধ্যে সর্বাধিক ১৯৩টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশগুলোর র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, জার্মানি ও ইতালি। এই দেশগুলোর পাসপোর্টধারীরা পৃথিবীর ১৯০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তৃতীয় স্থান অধিকারী দেশ অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ পাঁচের তালিকা–
১. সিঙ্গাপুর (১৯৩ গন্তব্য)
২. স্পেন, জার্মানি, ইতালি (১৯০ গন্তব্য)
৩. জাপান, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন (১৮৯ গন্তব্য)
৪. ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য (১৮৮ গন্তব্য)
৫. বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল এবং সুইজারল্যান্ড (১৮৭ গন্তব্য)

এছাড়া বিপরীত প্রান্তে রয়েছে আফগানিস্তানের নাম। আফগানরা ভিসা ছাড়া কেবল ২৭টি দেশে ভ্রমণ করতে পারে। বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশগুলোর মধ্যে আরও রয়েছে ইরাক (২৯ গন্তব্য) ও সিরিয়া (৩০ গন্তব্য)। এ তালিকায় ৮ম স্থানে রয়েছে বাংলাদেশ (৪০ গন্তব্য)।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ডেটার ওপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল অ্যাক্সেসের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক ভ্রমণের স্বাধীনতা পরিমাপ করে থাকে।

সূত্রঃ ইউরোনিউজ

এম.কে
০৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

তালেবানদের কাছে আমরা আত্মসমর্পণ করেছি: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ওআইসির ভাইস প্রেসিডেন্ট হল বাংলাদেশ

সৌদিতে নিষিদ্ধ তাবলিগ জামাত

অনলাইন ডেস্ক