4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলাটি ১৯ কোটি পাউন্ডের মামলা হিসেবেও পরিচিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, শুক্রবার (২২ নভেম্বর) ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন। তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন। বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন এবং তাকে আগামী মঙ্গলবারের (২৬ নভেম্বর) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।

এদিন বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকার পর গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। এই বক্তব্য নিয়ে দেশটিতে এখন গুরুতর বিতর্ক চলছে। একই বার্তায় তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ইসলামাবাদে আগামী রোববার (২৪ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতেও আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার ট্রায়াল কোর্টের শুনানিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকেও উপস্থিত করা হয়েছিল। শুনানিতে আসামিপক্ষের এক আইনজীবী বুশরা বিবির অসুস্থতার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বাতিলের অনুরোধ করেন। বুশরা বিবির অসুস্থার পক্ষে প্রমাণ হিসেবে পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের অসুস্থতা-বিষয়ক কাগজপত্রও দেখান তিনি। তবে দেশটির জাতীয় দায়বদ্ধতা ব্যুরোর (এনএবি) কর্মকর্তাদের আপত্তির মুখে তা গ্রহণ করেননি আদালত।

সূত্রঃ দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

জাদুঘর থেকে পুরনো রূপে ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদ, ৭৯ বছর পর জুমার নামাজ

সিয়েরা লিওনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯১

জমজম কূপের ভেতরের রহস্য অবাক করল ডুবুরিদের