27.8 C
London
June 20, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

বৃহস্পতিবার ৩৫ লাখ ডোজ টিকা আসবে বাংলাদেশে

ভারত থেকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসের ৩৫ লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে।

 

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং- বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

আব্দুল মোমেন জানান, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। দেশে ভ্যাকসিন আসার পরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

 

ভ্যাকসিনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি আরও জানান, ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

 

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি জানান, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।

 

চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

 

২০ জানুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

দেশে জনসন অ্যান্ড জনসনের করোনার ভ্যাকসিন অনুমোদন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য

ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে যেসব পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক