11.6 C
London
April 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বেঁচে আছেন অমর্ত্য সেন, নিশ্চিত করেছেন তার মেয়ে

সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এইকথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে নন্দনা দেব সেন। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, নন্দনা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। তার বাবা সুস্থ আছেন।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করে । পরে মেয়ে নন্দনা দেব তা নাকচ করেছেন বলে জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

নন্দনা সেন বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি গতকাল রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’

এম.কে
১০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ভাইরাল হতে গিয়ে পরপর মৃত্যু, টিকটককে শতকোটি টাকা জরিমানা

হিটলারের বাড়িতে পুলিশকে দেওয়া হবে মানবাধিকার প্রশিক্ষণ

ওমরাহ পালনকারীদের সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ