5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বেগমপাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা

বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি ও ব্যবসায়ী বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে। এর একটি উল্লেখযোগ্য অংশ কানাডার টরন্টো শহরের কুখ্যাত ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কেনার মাধ্যমে পাচার হয়েছে। এটি জনগণের অর্থ, যা ফেরত আনার জন্য আমরা কানাডার সহযোগিতা চাই।”

কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “কানাডা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার পদক্ষেপ নেওয়া হবে।”

এম.কে
০৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম

নাছির থেকে সাজ্জাদঃ জামিন আর খুনের এক ভয়ংকর চক্র