10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বেতন বিরোধে লন্ডনে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট

বেতন নিয়ে বিরোধে বাস চালকরা ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। দক্ষিণ লন্ডনের ডিপোতে অ্যারিভা ইউনিটের সদস্যরা সোমবার ওয়াক আউট করবেন। এই ড্রাইভাররা দক্ষিণ এবং মধ্য লন্ডন জুড়ে রুট পরিচালনা করে।

 

ইউনিয়ন বলেছে, কর্মীদের প্রাথমিকভাবে ১.৫% এর নীচে মূল্যস্ফীতি বেতনের চুক্তি দেওয়া হয়েছিল এবং একটি উন্নত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।

 

অ্যারিভা লন্ডন বাসের একজন মুখপাত্র বলেছেন, যেভাবে ধর্মঘট এগিয়ে যাচ্ছে তা হতাশাজনক।

 

তিনি বলেন, বেতনের অফারটি ‘সম্পূর্ণরূপে ইউনাইটের বর্ণিত আকাঙ্খা পূরণ করেছে’।

 

বাস কোম্পানি জানিয়েছে, সোমবার বিকাল ৩টা থেকে তাদের ক্রয়ডন, নরউড এবং থর্নটন হিথ গ্যারেজে ধর্মঘট শুরু হবে।

 

ইউনাইটেডের আঞ্চলিক কর্মকর্তা জন মারফি বলেছেন, ‘ধর্মঘট অনিবার্যভাবে জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাবে’।

অ্যারিভা লন্ডন বাসের মুখপাত্র বলেছেন: ‘একটি ধর্মঘট থেকে কোনও বিজয়ী হবে না, বরং গ্রাহকদের এবং সম্প্রদায়গুলোকে আঘাত করবে। তাদের এমন সময়ে পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হচ্ছে যখন লন্ডন মহামারি থেকে পুনরুদ্ধার করছে। আমরা ঐক্যবদ্ধকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি যাতে সামনের পথ খুঁজে পাওয়া যায়।’

 

২৭ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

তরুন প্রজম্মের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ব্রিটিশ রাজপরিবার

 যে ধরনের প্রপার্টিতে মর্গেজ পাওয়া কঠিন

অনলাইন ডেস্ক

মসজিদ ভাঙ্গা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ