3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বেশি বয়সে বিয়ে করেন সিলেটের পুরুষেরা, কম বয়সে ময়মনসিংহের

দেশে ময়মনসিংহ বিভাগের পুরুষেরা সবচেয়ে কম বয়সে বিয়ে করেন। ওই বিভাগের পুরুষদের বিয়ের গড় বয়স ২২ বছর। আর সবচেয়ে বেশি বয়সে বিয়ে করেন সিলেট বিভাগের পুরুষেরা। সিলেটের পুরুষেরা গড়ে ২৬ বছর বয়সে বিয়ে করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে ধনী শ্রেণির বিয়ের বয়স সবচেয়ে বেশি। এই শ্রেণির পুরুষেরা গড়ে ২৭ বছর বয়সে বিয়ে করেন। ওই শ্রেণির নারীদের বিয়ের বয়স গড়ে ২১ বছর, যা বিয়ের জাতীয় গড় বয়সের চেয়ে বেশ কম।

ধনী-গরিবনির্বিশেষে জাতীয়ভাবে বিয়ের গড় বয়স পুরুষের ক্ষেত্রে ২৪ দশমিক ৩ বছর, আর নারীর ক্ষেত্রে ১৮ দশমিক ৭ বছর। দুটো হিসাবই প্রথম বিয়ের মধ্যমা মান ধরে করা হয়েছে।

বাংলাদেশে ধনীরা বেশি বয়সে বিয়ে করেন। টাকাপয়সা, ধনসম্পদ হলে বৈবাহিক জীবনে জড়ানোর প্রবণতা বেশি। নিজেদের প্রতিষ্ঠিত ও যোগ্য করে তোলায় বেশি মনোযোগী হন তারা। বিবিএসের ওই প্রতিবেদন অনুযায়ী, মোটামুটি শ্রেণির মধ্যে বিয়ের গড় বয়স পুরুষদের ক্ষেত্রে ২৫ বছর এবং নারীর ক্ষেত্রে এই বয়স ২১ বছর।

বিবিএসের জরিপের তথ্য বলছে, তুলনামূলকভাবে গরিব মানুষের মধ্যে কম বয়সে বিয়ে করার প্রবণতা বেশি। সবচেয়ে গরিব যে শ্রেণি, সেখানে পুরুষেরা গড়ে ২১ বছর বয়সে বিয়ে করেন। গরিব নারীর ক্ষেত্রে বিয়ের গড় বয়স ১৭ বছর।

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ভারতকে এড়িয়ে পোশাক রপ্তানি করছে বাংলাদেশ, মাথায় হাত দিল্লির

ডিজিটাল আইনকে স্বাগত জানালেন সিলেটের সরকারি কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

মানবিক পাস করেই বিমানের পাইলট