বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সেক্টরে যুগান্তকারী পরিবর্তন এলো ‘পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস প্রোভাইডার (PISP)’ ও সম্পূর্ণ আন্তঃপরিচালনযোগ্য (interoperable) লেনদেন ব্যবস্থার মাধ্যমে। ১ নভেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্টস সুইচ বাংলাদেশ (NPSB) প্ল্যাটফর্মে এই সুবিধা চালু করেছে, যা ব্যাংক, এমএফএস (MFS) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (PSP) মধ্যে সরাসরি অর্থ আদান–প্রদানকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করেছে।
নতুন এই প্ল্যাটফর্মের ফলে গ্রাহকরা এখন বিকাশ, নগদসহ যেকোনো এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দ্রুত ও কম খরচে টাকা পাঠাতে পারছেন। দীর্ঘদিন ধরে গ্রাহকরা যেসব সীমাবদ্ধতার মুখে পড়তেন—যেমন উচ্চ চার্জ, সীমিত আন্তঃযোগাযোগ, এবং জটিল স্থানান্তর প্রক্রিয়া—এই সিস্টেম তা দূর করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
PISP প্রযুক্তি গ্রাহকদের অনুমতির ভিত্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি এবং নিরাপদভাবে পেমেন্ট শুরু করার সুযোগ দিচ্ছে। এটি দেশের সব ধরনের ডিজিটাল লেনদেনকে একটি সমন্বিত ইকোসিস্টেমে নিয়ে আসবে, যেখানে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট (A2A) পেমেন্ট আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে।
নতুন ব্যবস্থার ফলে সাধারণ গ্রাহক থেকে সব খাতেই লেনদেন আরও সহজ হবে। কম চার্জে সীমাহীন আন্তঃলেনদেন, মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত টাকা পাঠানো–নেওয়া এবং ঝামেলাহীন ডিজিটাল পেমেন্টের সুবিধা সাধারণ মানুষের ব্যবহারে বড় পরিবর্তন আনবে। নগদ অর্থের ওপর নির্ভরতা কমে অর্থনীতি আরও ডিজিটালমুখী হবে।
ফ্রিল্যান্সার, ই-কমার্স ব্যবসায়ী ও এসএমই খাতও এই সুবিধার সবচেয়ে বড় উপকারভোগী। আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ আগের চেয়ে সহজ হবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে এবং বিশ্বব্যাপী লেনদেন ব্যবস্থার সঙ্গে দেশ আরও দ্রুত সংযুক্ত হবে। দীর্ঘদিনের প্রত্যাশা—যেমন পেপালের মতো বৈশ্বিক পেমেন্ট সার্ভিসের আগমনের সম্ভাবনাও পুনরায় উজ্জীবিত হয়েছে।
২০১৬ ও ২০২০ সালে পরীক্ষামূলকভাবে এমন উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। তবে এবার শক্তিশালী প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ব্যাংক এটি পুনরায় চালু করেছে, যা আর্থিক খাতে দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযানে এই দুটি উদ্যোগ—PISP ও আন্তঃপরিচালনযোগ্য লেনদেন—দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এটি ব্যাংকিং খাত, এমএফএস শিল্প ও গ্রাহকদের লেনদেন অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা।
সূত্রঃ বিজনেস স্ট্যান্ডার্ড
এম.কে

