-1.4 C
London
January 10, 2025
TV3 BANGLA
স্পোর্টস

ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ভারতের ভিসা পেলেন বশির

অবশেষে স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত। এই সপ্তাহান্তেই তিনি ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তার ভিসার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বিবৃতি দেওয়ার পর এই জটিলতা কাটল।

প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত ছিলেন বশির। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ২০ বছর বয়সী এই অফ স্পিনারকে শুরুতে ভিসা দেয়নি ভারত। টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর গতকাল ইংল্যান্ডে ফিরে যান। তার এক দিন পর আজ বশিরের ভিসা মঞ্জুর করেছে ভারত।

এভাবে বশিরের দেশে ফিরে যাওয়ায় সমালোচনাও শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে দেরিতে হলেও ভিসা সমস্যা সমাধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) বলেছে, ‘এই পরিস্থিতি সমাধান হওয়ায় আমার এখন আনন্দিত। শোয়েব বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারত সফরে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘লন্ডন থেকে ভিসা ইস্যু করা হয়েছে। ভারতীয় ভিসা ইস্যু করার কিছু নিয়মকানুন আছে। এই ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হয়েছে।’

বশিরের ভিসা না পাওয়া নিয়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই। ঋষি সুনাকের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আশা করি, ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তেমন কেউ ভারতে যাওয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’

তবে ভিসা জটিলতায় ভারতে যেতে না পারায় আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না বশিরের।

এম.কে
২৪ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

পেশাদার ফুটবলে পদার্পণ বেকহ্যামের ছেলে রোমিও’র

অনলাইন ডেস্ক

দুবাই এয়ারপোর্ট ব্যবস্থাপনায় বিরক্ত টাইগাররা

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়: এর থেকে বেশি আশা করেননি সাকিব