6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদের কোভিড পজিটিভ

ব্রিটিশ স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদের কোভিড পজিটিভ ধরা পড়েছে। তবে উপসর্গ সামান্য দেখা গেছে এবং টিকার দুটি ডোজই তিনি নিয়েছেন। ইংল্যান্ডের লকডাউন পুরোপুরি উঠে যাওয়ার একদম আগ মুহূর্তে এ খবরটি যেন বিপদ সংকেতের দিকে ইঙ্গিত দিচ্ছে।

 

গত মাসে নিযুক্ত স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ শনিবার (১৭ জুলাই) টুইটারে একটি ভিডিওবার্তায় তার কোভিড পজিটিভের কথা প্রকাশ করেন।

 

ভিডিওটিতে তিনি বলেন, আজ সকালে আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। আমি পিসিআর রেজাল্টের অপেক্ষায় আছি।

 

দুটি জ্যাবই তার নেওয়া আছে এবং শরীরে করোনার উপসর্গ খুবই হালকা বলে জানান তিনি।  তাছাড়া যারা এখনও কোভিডের টিকা নেননি তাদের টিকা নিতে আহ্বান জানান।

 

 

১৯ জুলাই ইংল্যান্ডে সব কোভিড বিধিনিষেধ উঠে যাবে, চালু হবে সব কর্মকাণ্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই দিন ব্রিটেনের জন্য ‘ফ্রিডম ডে’ বা স্বাধীনতা দিবস বলে বর্ণনা করছেন।

 

ওই দিন থেকে ইংল্যান্ডে সব নৈশক্লাব খুলে যাবে, সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম আর থাকবে না। বিভিন্ন অনুষ্ঠানে কত লোককে আমন্ত্রণ জানানো যাবে, তার ওপর যে বিধিনিষেধ চলমান, সেটাও উঠে যাবে।

 

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ব্রিটেন ও বাকি বিশ্বের বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কবাণী শুনিয়েছেন। সরাকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্রিটিশ নেতারাও।

 

১৭ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

 

আরও পড়ুন:

অর্থের বিনিময়ে নাগরিকত্ব, এরপর বিনা ভিসায় যুক্তরাজ্য ও ইউরোপে প্রবেশের সুযোগ

আরো পড়ুন

ইউক্রেনে ‘দ্য গ্রেট গেম’ ব্রিটেন – রাশিয়ার

যুক্তরাজ্যে নতুন করে বাড়িভাড়া বাড়ানোর পরিকল্পনা করছেন বাড়ির মালিকেরা

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর নিয়ে যুক্তরাজ্যে বিরোধ