কয়েক দশকের মধ্যে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্যের লাখো মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস, লন্ডন, দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইংল্যান্ডে বিরল লাল সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সরকার বলছে, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঝড়ের কারণে কয়েকশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়েলসে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে; প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।
বিবিসি জানিয়েছে, প্রায় ৯২ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়ের কারণে রেড সংকেত ঘোষনা করা হয়েছে।
রেড সংকেতের অর্থ হচ্ছে বাড়ির ছাদ উড়ে যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং গাছের শিকড় উল্টে যেতে পারে।
বিবিসি জানায়, শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্ক্ষা করা হচ্ছে।
বিবিসি আশঙ্ক্ষা করছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে ‘ইউনিস’।
বিবিসির আবহাওয়াবিদ বেন রিচ বলেছেন, ইউনিসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উপকূলীয় এলাকায় বন্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
“তবে ঝড়টি ঠিক কতটা ভয়াবহ হতে যাচ্ছে তা জানা অসম্ভব। একই শক্তির বাতাস যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ঘণ্টায় ৮০ মাইল বেগের বাতাসের ক্ষেত্রে পশ্চিম স্কটল্যান্ডের উপকূল দক্ষিণ ইংল্যান্ডের এলাকাগুলোর চেয়ে বেশি প্রস্তুত,” বলেছেন তিনি।
বিবিসি ওয়েলসের আবহাওয়াবিদ ডেরেক ব্রকওয়ে বলেছেন, ইউনিস ঘূর্ণিঝড় না হলেও, এর বাতাস ঘূর্ণিঝড়ের শক্তির মাত্রায় পৌঁছাতে পারে।
ঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে বাগানে জিনিসপত্র ‘বেঁধে রাখতে’, দরজা-জানালা শক্ত করে আটকাতে এবং গাড়ি গ্যারেজের ভেতর রাখতে, সম্ভব হলে দেয়াল ও গাছ থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্ভব হলে ভ্রমণ বাদ দিতে এবং ঝড়ের বাতাস যখন সর্বোচ্চ গতিতে পৌঁছাবে সেসময় ঘরে থাকতেও লোকজনকে বলা হচ্ছে।
১৮ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ