10.6 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে বিশ্ববিদ্যালয় কর্মীদের ’পরীক্ষা বর্জন’ আন্দোলন, বড় ক্ষতির মুখে শিক্ষার্থীরা

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ও কলেজ ইউনিয়নের কর্মবিরতির ফলে ঝুঁকির মুখে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী। মনে করা হচ্ছে, ‘খাতা দেখা ও নম্বর বণ্টন বর্জন’ আন্দোলনের ফলে ছাত্র-ছাত্রীরা এই গ্রীষ্মে সময়মতো ডিগ্রির ফল পাবেন না, বিলম্বিত হয়ে যাবে তাদের স্নাতক ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটিও। এই বয়কটের কারণে পরীক্ষার ফল ও কোর্সে কাজকর্মে বিলম্ব হতে পারে। এ ক্ষেত্রে কারো কারো মতে, সমাধান হতে পারে আগের নম্বরের ভিত্তিতে সনদ দিয়ে দেওয়া।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়ন (ইউসিইউ) বলছে, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মার্কিং এবং মূল্যায়ন ‘বয়কট’ আগামীকাল থেকে যুক্তরাজ্যের ১৪৫টি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। আজ বুধবার ইউসিও জানায়, নিয়োগকর্তারা বেতন-ভাতাসহ অন্য যেসব শর্ত দিয়েছেন তারা সেগুলোর সঙ্গে একমত নয়।

 

 

 

 

 

চলতি সপ্তাহের শুরুতে, ব্রিটেনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাকর্মীদের সংগঠন ইউসিইউ-এর সদস্যরা জানিয়ে দেন নিয়োগকর্তাদের সঙ্গে বেতন ও অন্যান্য শর্তের যে ঐকমত্য রয়েছে, তা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। এর আগে ইউসিইউ নিজেরা ভোটাভুটি করে প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাল্টা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, যেসব শিক্ষাকর্মী বয়কটে অংশ নিচ্ছে সবার শতভাগ মজুরি কেটে নেওয়া হবে। জানা যায়, অনেক শিক্ষাকর্মী আন্দোলনের মধ্যেও স্বাভাবিকভাবেই ক্লাস নিয়েছেন বা বক্তৃতা দিয়েছেন। তবে কর্তৃপক্ষ তাদের মজুরিও কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারী ইউনিয়ন কর্তৃপক্ষের এ হুমকির নিন্দা করে বলেছে, তারা দাবি আদায় না হলে আরো বড় আন্দোলনের দিকে যেতে পারে।

ইউসিইউ-এর সাধারণ সম্পাদক জো গ্রেডি বলেন, মূল্যায়ন বর্জন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের সনদ লাভে বিলম্বের যে ঝুঁকি দেখা দিয়েছে, তা এড়াতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় ফিরে আসতে হবে।

 

 

 

 

 

গ্র্যাডি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কর্মীরা স্পষ্ট করেছেন যে তারা আরো ভালো চুক্তি চান। ছাত্র-ছাত্রীদের গ্র্যাজুয়েশনে মারাত্মক ব্যাঘাত ঘটুক এটাও তারা চান না।’

এদিকে বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রাজ জেথাওয়া বলেছেন, বেতনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হতাশাজনক, তবে এতে অবাক হওয়ার কিছু নেই। তার দাবি, শিক্ষা কর্মীদের সংগঠন বলে দাবি করা ইউনিয়নটি বিশ্ববিদ্যালয় ও কলেজের সব কর্মীর প্রতিনিধিত্ব করে না। কারণ অনেক শিক্ষকই এই সংগঠনের সদস্য নন।

আরো পড়ুন

আড়াই হাজার আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

‘অবৈধ কর্মী’ কা‌জে রে‌খে ব্রিটেনে আরেক বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট বন্ধ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: উত্তর কোরিয়ার হ্যাকারদের দুর্ধর্ষ কাহিনী

অনলাইন ডেস্ক