11.3 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে ১০ বছরের বিজনেস ভিজিটর ভিসার সুযোগ

ব্রিটে‌নে বিজ‌নেস ভি‌জিটর ভিসার নিয়ম অন্যান্য কাজের ভিসার শ‌র্তের তুলনায় সহজ। আইনজীবীরা বলেছেন, সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণকারী কর্মচারী এবং তাদের নিয়োগকর্তারা এ ভিসা পছন্দ করেন কারণ এর আবেদন প্রক্রিয়া কম ক‌ঠিন ও ঝ‌ক্কিমুক্ত।
ভিসাটি স্ট্যান্ডার্ড ভিজিটর রুটের একটি উপ-শ্রেণি।
ব্যবসায়িক ভিজিটর ভিসার জন্য আপনার আবেদন যদি সফল হয়- এটি ২, ৫ বা দশ বছরের জন্য মঞ্জুর করা হবে, যদিও আপনি একবারে শুধু ছয় মাস পর্যন্ত ইউকে যেতে পারবেন। আপনি যদি একাডেমিক গবেষণার জন্য যুক্তরাজ্যে আসেন তবে আপনি আরও বেশি সময় থাকতে পারবেন। ভিসার শ‌র্তে একজন বিজ‌নেস ভি‌জিটর কনফারেন্স, সেমিনার, সাক্ষাৎকার, পরামর্শ, সমস্যা সমাধান, প্রশিক্ষণ প্রদান; এবং দক্ষতা এবং জ্ঞান ভাগ করে নেওয়া, পণ্য উৎপাদন এবং সরবরাহ, অনুবাদক বা দোভাষী, ব্যক্তিগত সহকারী এবং দেহরক্ষী, ট্যুর গ্রুপের গাইড, সাংবাদিক, শিল্পী, সঙ্গীতশিল্পী, বাজার গবেষক এবং গাড়িচালক হিসে‌বে কাজ করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই সফরের সময়কালের জন্য আর্থিকভাবে নিজেকে চালিয়ে নিতে সক্ষম হতে হবে এবং যুক্তরা‌জ্যের একটি বৈধ কোম্পানির কাছ থেকে আইনি প্রক্রিয়ার শর্ত মানা আমন্ত্রণপত্র থাকতে হবে।
এম.কে
২৮ জুন ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য পদ সরিয়ে দেয়া হয়েছে সাবেক উপ-প্রধানমন্ত্রীকে

৫০ হাজার বছর পর ঘুম ভাঙছে জোম্বি ভাইরাসের, আশঙ্কা মহামারির

ব্রিটেনের ‘রেড লিস্ট’ থেকে বাদ পড়ার সম্ভাব্য তালিকায় বাংলাদেশ!

অনলাইন ডেস্ক