4.6 C
London
November 28, 2023
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রেক্সিট চুক্তিতে ঊর্ধ্বমুখী যুক্তরাজ্যের শেয়ার বাজার

বড়দিনের ছুটির পর যুক্তরাজ্যের শেয়ার বাজারগুলো তাদের প্রথম ব্যবসায়িক অধিবেশনে ঝাঁপিয়ে পড়েছে। ইইউর সাথে ব্রেক্সিট বাণিজ্য চুক্তির কয়েক ঘণ্টা আগেই বড়দিনের কারণে বাজারগুলো বন্ধ হয়ে যায়। তাই তারা ছুটি শেষ হওয়ার পরেই কাজে নেমে পরেছে।

বছরের শুরু থেকে বিশ্বব্যাপী অর্থনীতিতে করোনা ভাইরাস মহামারির প্রভাব সম্পর্কে সবাই উদ্বেগে রয়েছেন। তার উপরে ব্যাংকিংয়ের শেয়ারের দর পতনে পুরো ইউরোপ হতাশায় ডুবে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে লয়েডস, প্রায় ৪ শতাংশ দর পতন হয়েছে।

করোনা মহামারির সাথে সাথে এই বছর যুক্তরাজ্যের শেয়ারের দর পতনের আরেকটি কারণ ছিল ব্রেক্সিট চুক্তি নিয়ে বিভ্রান্তি।

ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর সাথে আছে করোনা ভাইরাসের ভ্যাকসিন, যা ডিসেম্বরের ৮ তারিখ থেকে যুক্তরাজ্যের সাধারণ জনগণের মাঝে দেয়া শুরু হয়েছে।

এই সব ভালো খবরের কারণে শেয়ারের দর বছর শেষে একটু আশার আলো দেখতে পারছে।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের নেতৃত্বে বাজারের অবস্থান বুঝে ট্র্যাভেল শেয়ারগুলোও এখন আবার লাভবান হচ্ছে। আগের থেকে শেয়ারের দর বেড়েছে ৩ শতাংশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এশিয়ার ব্যবসায়িক শেয়ারের দরও বাড়তে দেখা গেছে।

 

সূত্র: বিবিসি
২৯ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

‘ব্রিটিশ সরকারের ভুল নীতির কারণে ১০ হাজার মানুষের মৃত্যু’

পাউন্ডের পতন ব্রিটিশদের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রভাব ফেলবে

স্বাধীনতা উপভোগ করুন, তবে ঝুঁকি থেকে সাবধান: ব্রিটিশ প্রধানমন্ত্রী