4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রেক্সিট: যুক্তরাজ্যের খুচরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির শংকা

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ব্যয় এবং বৈশ্বিক পণ্যমূল্যের বৃদ্ধির কারণে ব্রিটিশ খুচরা বিক্রেতাদের পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বাণিজ্য সংস্থা ব্রিটেন রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) এ কথা জানায়।

 

কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী তেলের দাম হ্রাস এবং পোশাকের মতো আইটেমের চাহিদা কমে যাওয়ায় ব্রিটেনে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছিল।

 

বিবিসি জানিয়েছে, ব্রিটেনের খুচরা বিক্রেতারা নিষেধাজ্ঞার কারণে বেশিরভাগ দোকান জনসাধারণের জন্য বেশ কয়েক মাস ধরে যখন বন্ধ রাখা শুরু করে তখন এই প্রবণতাটি আবার বিপরীত দিকে বইতে শুরু করে।

 

বিআরসি বলেছে, কিছু দোকান এখনো এপ্রিল মাসের পুরানো স্টকে ছাড় দিচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন আসবাবপত্রের দাম ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে।

 

বিআরসি-র চিফ এক্সিকিউটিভ হেলেন ডিকিনসন বলেন, সামনের মাসগুলোতে খুচরা বিক্রেতাদের ব্র্যাক্সিটের কারণে সৃষ্ট চাপের বিরুদ্ধে লড়াই করতে হবে। আন্তর্জাতিক সরবরাহের সমস্যার কারণে শিপিংয়ের ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য ও তেলের দাম বেড়ে যাবে।

 

তিনি আরো বলেন, খুচরা বিক্রেতাদের এই ব্যয়গুলোর কিছুটা ভোক্তাদের উপরে চাপিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

 

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান থেকে জানা যায়, ভোক্তা মূল্য মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারির থেকে মার্চ মাসে ০.৭ শতাংশ বেড়েছে।

 

 

২৮ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

এক সপ্তাহে টিকা পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ব্রিটিশ নাগরিক

ভারত চাঁদের দক্ষিণ মেরুর ধারেকাছেও নামেনি, দাবি চীনের শীর্ষ বিজ্ঞানীর

Buy to Let property: Landlords and Tenants