2.2 C
London
November 23, 2024
TV3 BANGLA
Uncategorized

‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের মৃত্যু

চ্যাডউইক বোসম্যান

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান মাত্র ৪৩ বছর বয়সেই মারা গেলেন। গত চার বছর ধরে তিনি কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এলাকায় নিজের বাড়িতেই তিনি মারা যান। এসময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। বোসম্যানের মুখপাত্র এ খবর আন্তর্জাতিক সংবাদসংস্থা এপিকে জানিয়েছে।  

বোসম্যানের পরিবার থেকে বলা হয়, ‘তিনি ছিলেন সত্যিকারের একজন যোদ্ধা। এসবের মধ্য দিয়েই চ্যাডউইক আপনাদের অনেক সিনেমা উপহার দিয়েছেন, আর তা আপনারা পছন্দও করেছেন। ‘মার্শাল’ থেকে শুরু করে ‘দা ফাইভ ব্লাডস’, অগাস্ট উইলসনের ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ এবং আরও কিছু সিনেমার কাজ তিনি একদিকে চালিয়ে গেছেন, অন্যদিকে একইসময়ে তার একের পর এক সার্জারি ও কেমোথেরাপি চলেছে। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কিং টি’চালা চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে অনেক সম্মানজনক কাজ ছিল। ’ 

তবে বোসম্যান কখনো সবার সামনে এ বিষয়গুলো নিয়ে কথা বলেননি।

২৯ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

Essential documents need to be keep for undocumented people!

Sending asylum seekers to South Atlantic? অনিবদ্ধিত অভিবাসীদের কি দ্বীপে পাঠিয়ে দেয়া হবে?

TV3 Health Advice l Dr Miraz Rahman