6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বড়দিনের ছুটিতে ব্রিটিশদের মানতে হবে ৫ নতুন নিয়ম

ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমনে কিছুটা শিথিলতা দেয়া হবে। তিনটি পরিবারকে বাড়িতে একত্রিত হওয়ার এবং রাতে থাকার অনুমতি দেয়া হবে।

যুক্তরাজ্যের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি সবার উদ্দেশ্যে বলেন, বড়দিনের অনুষ্ঠান ছোট করে পানল করুন এবং এটিকে স্থানীয় পর্যায়ে রাখুন। পাশাপাশি তিনি দুর্বল লোকদের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

বরিস জনসন বলেছেন, সবাইকে অবশ্যই ব্যক্তিগত দায়বদ্ধতা দেখাতে হবে। বিশেষজ্ঞদের উদ্বেগ সত্ত্বেও ক্রিসমাসে করোনার নিয়ম শিথিল রাখা হচ্ছে।

পাশাপাশি তিনি পাঁচটি নতুন বিধি প্রকাশ করেছেন যার মাধ্যমে দেশকে সুরক্ষিত রাখতে জনগণকে অনুরোধ করেছেন।

 

১. সবাইকে সংক্ষিপ্ত ও ছোট পরিসরে ক্রিসমাস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।২. অন্যান্য পরিবারের সাথে দেখা করার পাঁচ দিন আগে মানুষের সাথে যোগাযোগ বন্ধ রাখুন তাহলে যাদের সাথে দেখা করবেন তাদের করোনা আক্রান্তের সম্ভবনা কম থাকবে।

৩. উচ্চস্তর বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিম্ন স্তরে বা কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করবেন না।
প্রধানমন্ত্রী লোকদের যতটা সম্ভব নিজেদের এলাকায় থাকার জন্য এবং অন্য বাড়িতে রাত না কাটানোর আহ্বান জানিয়েছেন।

৪. দুর্বল অর্থাৎ যারা আগের থেকে বিভিন্ন রগে আক্রান্ত এবং বয়স্ক লোকদের সাথে সাক্ষাত এড়িয়ে চলুন। যুক্তরাজ্য জুড়ে করোনা ভাইরাস ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে তাই বরিস জনসন সবাইকে ধৈর্য ধরতে বলেছেন।
তিনি বলেন, আপনার যদি কোনও বয়স্ক আত্মীয় থাকে তবে তাদের ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত তাদের সাথে দেখা করা থেকে দূরে থাকুন।

৫. ‘বক্সিং ডে’ ভিড় এড়িয়ে চলতে হবে এবং নববর্ষে বড় দলে একত্র হওয়া যাবে না।

 

প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, সবারই বয়স্ক বা অরক্ষিত প্রিয়জনদের সুরক্ষার দায়িত্বটি যাতে পালন করা যায়।

 

সূত্র:মিরর
১৭ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে বন্ধ হতে যাচ্ছে সিগন্যালের কার্যক্রম

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অনেক আশ্রয়প্রার্থী শিশু অপহরণের শিকার