-0.4 C
London
January 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভয়ে সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয় থেকে হঠাৎ বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কর্মস্থল ছাড়তে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই দ্রুত বের হতে শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য, তা এখন পর্যন্ত জানি না।

সরেজমিনে সচিবালয়ে পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও আজ সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন।

এম.কে
০৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

কোটা আন্দোলন রুপ নিয়েছে অধিকার আদায়ের আন্দোলনে, কি ঘটতে চলেছে বাংলাদেশে?

নিউজ ডেস্ক

আজ ঢাকা হতে শমসের মবিন চৌধুরী আটক

প্রয়োজনে কামাল হোসেনকেও গণফোরাম থেকে বহিষ্কার!

অনলাইন ডেস্ক