TV3 BANGLA
বাংলাদেশ

‘ভাইয়া আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’— বলে কেঁদেছিলেন ওসমান হাদি

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও দেশে-বিদেশের মানুষের দোয়া—সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।

ওসমান হাদির মৃত্যুর পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ‘ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’—শিরোনামের একটি ভিডিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

ভিডিওটি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারের অংশ। সেখানে আবেগপ্রবণ কণ্ঠে ওসমান হাদি বলেছিলেন, তিনি নিজেকে আল্লাহর ওপর সোপর্দ করেছেন এবং তার সদ্যোজাত সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। ওই বক্তব্যে তিনি সততা, সাহস ও সংগ্রামের পথে অবিচল থাকার অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন—এমন আলোচনা রয়েছে।

ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

‘আত্মগোপনে’ থেকেই জমি বিক্রি করলেন নাঈমুল ইসলাম খান

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক