6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের চিপ প্রকল্পে থাকছে না ফক্সকন

তাইওয়ানের ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ভারতের বেদান্ত লিমিটেডের সঙ্গে যৌথভাবে সেমিকন্ডাক্টর বা চিপ কারখানা করার প্রকল্প হতে সরে এসেছে। প্রায় ১ হাজার ৯৫০ কোটি ডলারের প্রকল্প থেকে সরে আসার কথা বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এ প্রকল্প নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

বিশ্বে সবচেয়ে বড় ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন গত বছর বেদান্তের সঙ্গে চিপ তৈরির জন্য চুক্তি করেছিল। এ জন্য তারা নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটকে বেছে নিয়েছিল। ফক্সকন এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এই সেমিকন্ডাক্টর প্রকল্পে তারা থাকছে না। ফক্সকন এ যৌথ উদ্যোগ থেকে তাদের নাম প্রত্যাহার করার কাজ শুরু করেছে।

বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা নির্মাণে ফক্সকনের যে প্রণোদনা পাওয়ার কথা ছিল, ভারতের কেন্দ্রীয় সরকার তা ছাড় করতে দেরি করায় ফক্সকন এ প্রকল্প থেকে সরে আসছে। প্রতিষ্ঠানটি ব্যয়ের যে হিসাব করে প্রণোদনার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, নয়াদিল্লি তা নিয়ে আপত্তি জানিয়েছিল। সেই আপত্তি শেষমেশ নিষ্পত্তি না হওয়ায় ফক্সকন এ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এতে ভারতের চিপ নির্মাণের আকাঙ্খা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, ফক্সকনের এ সিদ্ধান্তে ভারতের চিপ নির্মাণের পরিকল্পনায় প্রভাব ফেলবে না। ফক্সকন ও বেদান্ত উভয়েই ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী। সেই সঙ্গে বেসরকারি খাতের কোনো কোম্পানি কার সঙ্গে জুটি বাঁধবে বা জুটি ভাঙবে, তার মধ্যে নাক গলানো সরকারের কাজ নয়।

ফক্সকন মূলত আইফোন ও অ্যাপলের অন্যান্য পণ্য তৈরির জন্য বিখ্যাত। তবে কয়েক বছর ধরে তারা চিপও তৈরি করে যাচ্ছে।

এম.কে
১২ জুলাই ২০২৩

আরো পড়ুন

চিকিৎসায় নোবেল পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নেই দাবি পেন্টাগনের

যুক্তরাষ্ট্রে কলেজ ছাত্রদের মধ্যে বাড়ছে যৌনশক্তি বৃদ্ধির ওষুধের কদর