0.6 C
London
January 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের নতুন শত্রু, মোদির পতনের শঙ্কা!

ভারতের শাসক দল বিজেপি অভিযোগ করেছে যে বিলিয়নেয়ার জর্জ সোরোস মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক উদ্যোগে অর্থায়ন করছেন, যেগুলোর লক্ষ্য ভারতকে অস্থিতিশীল করা।

যখন ভারতের পার্লামেন্ট তার শীতকালীন অধিবেশন শুরু করছিল, তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তীব্র রাজনৈতিক বিতর্কের প্রস্তুতি নিচ্ছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

মণিপুর রাজ্য এখনও জ্বলছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা জাতিগত দাঙ্গার পর, যেগুলোর জন্য স্থানীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি ধীরগতির দিকে যাচ্ছে এবং ভারতের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানি যুক্তরাষ্ট্রে একটি দুর্নীতির অভিযোগের মুখোমুখি।

কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে বিজেপি নেতারা পার্লামেন্ট প্রাঙ্গণে পেটানো প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছিলেন, যার মাধ্যমে তারা কংগ্রেসকে এক অপ্রত্যাশিত শত্রুর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল, তিনি হলেন জর্জ সোরোস।

২০২৩ সালের শুরু থেকে, হাঙ্গেরি-আমেরিকান ব্যবসায়ী-দানশীল সোরোস বিজেপির বাকযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে বিজেপি অভিযোগ করেছে যে তিনি দেশের বিরোধীদের অর্থায়ন করছেন এবং মোদির বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কার্যক্রমকে সমর্থন করছেন, যার উদ্দেশ্য ভারতকে অস্থিতিশীল করা।

২০২৪ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আক্রমণ আরও তীব্র হয়েছে। যেখানে বিজেপি প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তবে এখনও একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন লাভ করেছে।

বিজেপি ৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে একাধিক পোস্টে অভিযোগ করেছে কংগ্রেস নেতারা, যেমন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংবাদিকদের একটি গ্রুপের কাজে ব্যবহৃত হয়েছেন যাদের অর্থায়ন সোরোসের ফাউন্ডেশন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এসেছে। যাতে তারা মোদি সরকারের বিরুদ্ধে অর্থনীতি, নিরাপত্তা এবং গণতন্ত্র সম্পর্কিত প্রশ্ন তুলে।

২০২৩ সালের জানুয়ারিতে, মার্কিন ভিত্তিক ফরেনসিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ একটি রিপোর্ট প্রকাশ করে যা বলেছিল আদানি গ্রুপ দীর্ঘ সময় ধরে “স্টক ম্যানিপুলেশন এবং হিসাবরক্ষণের প্রতারণার সঙ্গে জড়িত”।

রিপোর্টটি প্রকাশের পর, আদানি গ্রুপের শেয়ারের মূল্য প্রায় ১১২ বিলিয়ন ডলার কমে যায়, তবে পরবর্তী দিনগুলোতে তা পুনরুদ্ধার হয়।

এদিকে, সোরোস ফেব্রুয়ারি ২০২৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখার সময় বলেছিলেন যে আদানি সঙ্কট “মোদির সরকারের টান টান গ্রিপকে দুর্বল করবে”। এই মন্তব্যের পর বিজেপি নেতারা সোরোসকে “ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের” জন্য তীব্র সমালোচনা করেন।

ভারত একমাত্র দেশ নয় যেখানে ডানপন্থী রাজনৈতিক আন্দোলনগুলো সোরোসকে লক্ষ্যবস্তু করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সোরোসকে ইউরোপে অভিবাসীদের ঠেলে দেওয়ার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছেন, এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকরা সোরোসকে আফ্রিকান-আমেরিকান আন্দোলন এবং মেক্সিকান অভিবাসীদের ঢল নিয়ে অভিযোগ করেছেন।

তবে ভারতের পরিস্থিতি একটু আলাদা, যেখানে সোরোসকে এক “অজ্ঞাত শত্রু” হিসেবে তুলে ধরা হয়েছে, যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতকে অস্থিতিশীল করতে চায়। গবেষক জয়োজীত পাল বলেন, “ভারতীয় প্রভাবশালী ব্যক্তিরা এই বিষয়ে অত্যন্ত সতর্ক এবং তারা সোরোসের প্রতি তার ‘মুসলিমদের প্রতি সহানুভূতি’ এবং ‘হিন্দুদের প্রতি বিদ্বেষ’ এর কথা প্রচার করেন।”

এইভাবে সোরোসকে “একটি ছায়াময় পুতুলবিদ” হিসেবে উপস্থাপন করা অনেক রাজনৈতিক আন্দোলনের জন্য আকর্ষণীয়, কারণ এটি তাদের বিরোধীদের দুর্বলতা এবং বিদেশী শক্তির দ্বারা প্রভাবিত হওয়ার ধারণা সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা মনে করেন যে বিজেপির এই সোরোস-কেন্দ্রিক আক্রমণ মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ। তারা বিশ্বাস করেন যে মোদির দল দেশের জনগণের মধ্যে “পশ্চিমী সমালোচনার বিরুদ্ধে জাতীয়তাবাদ” তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে সেই অংশে যেখানে হিন্দু জাতীয়তাবাদ ভালোভাবে গ্রহণযোগ্য নয়।

মোদির দল এখন সোরোসকে একটি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করছে, যাকে তারা দেশের শত্রু হিসেবে চিহ্নিত করছে।

এম.কে
২৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রথমবারের মতো অস্থায়ী বাসিন্দা কমানোর পথে কানাডা

অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন মার্কিন নার্স

২ মিনিটের গুগল মিটে ২০০ জন কর্মীকে ছাঁটাই