14 C
London
December 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের মেঘালয় সীমান্তের ভিতরে নজরদারি করতে বাংলাদেশের ড্রোন

বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জিরো পয়েন্ট থেকে মাত্র দু’শো মিটার দূরে কিছু ড্রোন উড়ছিল বলে ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে হতে জানা যায় এই ড্রোনগুলো বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের সীমান্তে প্রবেশের ঘটনাও ঘটে।

মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছু চালকবিহীন আকাশযান ভারতের রাডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রও অভিযোগ করেছে।

বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের সময়ে বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফ সূত্রের দাবি, এই আকাশযানগুলির মধ্যে একটির নম্বর টিবিটুআর১০৭১। বাংলাদেশের তেজগাঁও বিমানঘাঁটি থেকে সেটি উড়ানো হচ্ছিল। বিএসএফ জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনী ড্রোনটিকে চিহ্নিত করতে পেরেছে। এই ড্রোনগুলি এত উঁচুতে উড়তে পারে যে, সচরাচর খালি চোখে ধরা যায় না।

মেঘালয়ের ডিজিপি আই নঙরাঙ জানান, তিনি বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিমানবাহিনীর সঙ্গে কথা বলেছেন। বিএসএফের বক্তব্য অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীই বিষয়টি বাংলাদেশের নজরে আনতে পারে। ভারতীয় সীমান্তরক্ষীরা মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে এক বিএসএফ কর্মকর্তার দাবি।

সূত্রঃ এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে।

এম.কে
১৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ সহ বিশ্বের ১৮০ দেশে চালু গুগল বার্ড

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতীয় খুনি ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা, দাবি মা নীলা চৌধুরীর