4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভারতে জামাই আদর পেতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে যাওয়ার আগে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঋষি সুনাক এর আগেও ভারত গিয়েছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনাককে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়।

শনিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ইসরায়লে সাইরেন শুনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে পালালেন

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

বিনামূল্যে কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক