TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে বড়দিনের আগে খ্রিস্টানদের ভয় দেখাচ্ছে উগ্র হিন্দুরা, একাধিক স্থানে হামলা

ভারতজুড়ে খ্রিস্টানরা যখন বড়দিন উদযাপনের জন্য জড়ো হচ্ছেন, ঠিক তখন বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের ওপর উগ্র হিন্দুদের হামলা ও ভয় দেখানোর ঘটনা বেড়ে চলেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে ক্যারল গায়কদের ওপর হামলা, সাজসজ্জা ভাঙচুর, উপাসক ও বিক্রেতাদের হয়রানিসহ বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের মতো ঘটনা ঘটেছে।

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-অনুমোদিত এবং ডানপন্থী হিন্দুদের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলো এই হামলাগুলোর পেছনে রয়েছে।

এ অবস্থায় ধর্মীয় নেতারা ভয় দেখানোর বিরুদ্ধে সতর্ক করেছেন এবং কর্তৃপক্ষকে সাংবিধানিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি শপিংমলে উগ্র হিন্দুত্ববাদী একটি দল ক্রিসমাসের সাজসজ্জা ভাঙচুর করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘সর্ব হিন্দু সমাজ’ নামে একটি হিন্দু সংগঠন ছত্তিশগড় বন্ধের ডাক দেয়। তারা কথিত ‘ধর্মান্তরের’ অভিযোগ তোলে।

নাম প্রকাশ না করার শর্তে ওই শপিংমলের একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রায় ৮০-৯০ জন লোক… আমরা প্রতিবাদ করেছিলাম। গত ১৬ বছর ধরে, আমরা এখানে কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু আমি কখনো এমন আচরণ দেখিনি। জনতা আমাদের হুমকি দিয়েছিল, আমাদের ওপর চিৎকার-চেচামেচি করেছিল। তারা সহিংসতায় লিপ্ত হয়েছিল।

মলের আরেক কর্মচারী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কিছু নারী কাঁদছিলেন … কেননা জনতা তাদের থামানোর চেষ্টাকারীদের ওপরেও আক্রমণ করছিল। তারা বারবার বলছিল যে, আমরা সান্তা দেখতে চাই না।’

ম্যাগনেটো মলে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওগুলোও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পৃথকভাবে আরেক প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরা (মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদের ‘হিন্দু জঙ্গি সংগঠন’ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে) বুধবার আসামের নলবাড়ি জেলায় একটি স্কুলে ভাঙচুর চালিয়ে বড়দিনের প্রস্তুতি ব্যাহত করেছে।

পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের সদস্যরা আসামের দোকানগুলোতে উৎসবের জিনিসপত্রের ক্ষতি করেছে।

অজ্ঞাতপরিচয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়েছে, বজরং দলের সদস্যরা নলবাড়িতে বড়দিন উদযাপনের বিরুদ্ধেও বিক্ষোভ করেছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘পানিগাঁও গ্রামের সেন্ট মেরি স্কুলে প্রবেশ করে (বজরং) কর্মীরা বড়দিনের অনুষ্ঠানের প্রস্তুতি ভাঙচুর করে। তারা উদযাপনের ব্যানার এবং পোস্টার পুড়িয়ে দেয়।’

প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, বজরং দলের কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলেছিল এবং স্কুলে বড়দিন উদযাপনের বিরুদ্ধে প্রশাসনকে সতর্কও করেছিল। তারপর তারা নলবাড়ি শহরের ক্রিসমাসের জিনিসপত্র বিক্রির বিভিন্ন দোকানে যায় এবং শহরের জৈন মন্দিরের কাছের দোকানগুলোর সামনে কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

বিক্রির দুই বছর পর ঠিকমতো কাজ করেনা স্মার্ট পণ্য

বাসস্থান সমস্যায় জর্জরিত কানাডার অভিবাসীরা

ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক