TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভুলভাবে বিদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে লাইসেন্স হারিয়েছে ১০০ এর বেশি কেয়ারহোম

যুক্তরাজ্যের একটি প্রাইভেট আইন সংস্থা আরডব্লিউকে গুডম্যান জানিয়েছে ৯৪ টি প্রাইভেট কেয়ার সংস্থা তাদের স্পনসর লাইসেন্স হারিয়েছে। লাইসেন্স হারানোর জন্য বিদেশী স্বাস্থ্যকর্মী অবৈধভাবে নিয়োগকেই দায়ী করা হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম। তাছাড়া আর যে সব কেয়ারহোম এখনও লাইসেন্স টিকিয়ে রেখেছে তাদের বিদেশী কর্মী নিয়োগের পদ্ধতিগুলি আরও শক্ত করার জন্য পরামর্শ দিয়েছে আরডব্লিউকে গুডম্যান।

আরডব্লিউকে গুডম্যান জানায় ১ জানুয়ারী ২০২১ থেকে ২৬ অক্টোবর ২০২৩ এর মধ্যে প্রায় ৯৪ টি কেয়ারহোমের লাইসেন্স রিভোক করা হয়।

আরডব্লিউকে গুডম্যানের পরিচালক জেমস সেজ বলেন, “অনেক কেয়ারহোম নিজের অজান্তে এবং কিছু কিছু কেয়ারহোম জেনেশুনেই নিয়মগুলি লঙ্ঘন করে। তবে এর পরিণতিগুলি ভবিষ্যতে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে।

তিনি আরো বলেন, কিছু নিয়ম লংঘনকারী কেয়ারহোমের মালিকেরা সিস্টেমকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যার ফলে তারা হয়ত কিছু জরিমানার মুখোমুখি হবে। অথবা হয়ত তাদের স্পনসর লাইসেন্স চলে যাবে কিন্তু যুক্তরাজ্যের স্বাস্থ্যখাত প্রায় ধ্বংসের দোরগোড়ায়।

এম.কে
০১ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে কর্মবিরতিতে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা

যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিঃ কেয়ার সেক্টরে বিদেশিদের পথ রুদ্ধ

সারাহ ইভারার্ড হত্যার ঘটনায় বিক্ষোভ-সংঘর্ষ, নিন্দার মুখে লন্ডন পুলিশ

অনলাইন ডেস্ক