4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ভূমধ্যসাগরে নিখোঁজ ইউরোপগামী ৭০ অভিবাসন প্রত্যাশী

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন। তারা নৌকা করে সাগর পাড়ি দিচ্ছিলেন। এলার্ম ফোন নামক একটি সহায়তাসংস্থা শনিবার (২ অক্টোবর) এ কথা জানায়।

 

এদিকে জতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি মরদেহ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছেন। তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এলার্ম জানায়, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ  হয়।

 

জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা  হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।

সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।

 

উল্লেখ্য প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

 

৩ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

কোরআন হাতে জাতিসংঘে রাইসি, দিলেন অবমাননার জবাব

নিউজ ডেস্ক

মাংস সংরক্ষণের কার্যকর পদ্ধতি