6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চেয়ে বাংলাদেশের তাপমাত্রা বেশি, স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ

বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। রাজধানী ঢাকাতে শনিবার ২০ এপ্রিল তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল।

বাংলাদেশে এখন যে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এমন তাপমাত্রা দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে আজ বাংলাদেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও বেশি ছিল।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। জর্ডানের রাজধানী আম্মানের তাপমাত্রা ২৭ ডিগ্রি, ইরাকের বাগদাদের তাপমাত্রা ৩৭ ডিগ্রি, লেবাননের রাজধানী বৈরুতের তাপমাত্রা ২২ ডিগ্রি, কাতারের দোহার তাপমাত্রা ২৯ ডিগ্রি, তুরস্কের ইস্তাম্বুলের তাপমাত্রা ১৩ ডিগ্রি, ফিলিস্তিনের জেরুজালেমে ২১ ডিগ্রি, বাহরাইনের রাজধানী মানামার তাপমাত্রা ৩০ ডিগ্রি, সৌদির রাজধানী রিয়াদে ৩৫ ডিগ্রি, ইরানের তেহরানে ২৬ ডিগ্রি, সিরিয়ার আলেপ্পোতে ২৫ ডিগ্রি, তুরস্কের আঙ্কারায় ১১ ডিগ্রি, ইরাকের বসরাতে ৪০ ডিগ্রি, সিরিয়ার রাজধানী দামেস্কে ২৭ ডিগ্রি, আরব আমিরাতের দুবাইয়ে ২৮ ডিগ্রি, সৌদির জেদ্দাতে ৩৩ ডিগ্রি, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ৩৬ ডিগ্রি, ওমানের মাস্কাটে ২৮ ডিগ্রি, ইয়েমেনের রাজধানী সানাতে ২৫ ডিগ্রি এবং ইসরায়েলের তেলআবিবে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। এখানে খুব বেশি গরম পড়ে না আবার খুব শীতও পড়ে না। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে। গত দুই বছরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সব জায়গায় অসহনীয় তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এর কারণে হিটস্ট্রোকসহ অন্যান্য রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: অ্যাকুওয়েদার

এম.কে
২১ এপ্রিল ২০২৪

 

আরো পড়ুন

রমজানে স্কুল বন্ধঃ হাইকোর্ট

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

রোমানিয়া ভিসার জন্য বাংলাদেশীদের যেতে হবে দিল্লি