5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

মরুর দেশ সৌদি আরবে দেখা মিলল বিরল এক দৃশ্যের

তুষারে ঢাকল সৌদির তাবুক পাহাড়। শীতের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমের তাবুক পাহাড় তুষারের চাদরে ঢাকা পড়েছে। অপরূপ এই দৃশ্য দেখে আত্মা ও চোখ—দুইয়ের প্রশান্তিই মেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত মঙ্গলবার তাবুকের এমন অসাধারণ দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করেছেন এক আলোকচিত্রী। তার ধারণকৃত ভিডিওতে তুষারে ঢাকা তাবুক ও এর আশপাশের অঞ্চলে দেখে গেছে। তাবুকের এমন দৃশ্য দেখে যে কেউ ইউরোপের দৃশ্য বলেই ভুল করবেন!

তাবুকের এই দৃশ্যকে ঐ আলোকচিত্রী আত্মা ও চোখের জন্য প্রশান্তিদায়ক বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে এটি স্থানীয় বাসিন্দা ও আলোকচিত্রীদের মাঝে উৎসাহ ও উত্তেজনা সৃষ্টি করেছে বলেও জানা যায়।

এর আগে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাবুক, মদিনা ও মক্কার কিছু অংশসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেয়। এ ছাড়া এসব এলাকায় মুষলধারে বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানায়।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
১৪ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা খরচের জন্য ধুঁকছে

যুক্তরাজ্যে আবারও দুই নার্স কাঠগড়ায়

ইংল্যান্ডে লকডাউন প্রত্যাহার ১৯ জুলাই

অনলাইন ডেস্ক