মসজিদে গুলি করে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনাকারী ১৭ বছর বয়সী এক কিশোরকে পুনর্বাসনের আদেশ দেওয়া হয়েছে। উইল্টশায়ারের ওই কিশোরকে সাউথহাম্পটন যুব আদালতে ২৪ মাসের কোর্ট অর্ডার দেয়া হয়।
সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত অস্ত্র প্রস্তুতকারীদের কাজে লাগতে পারে এমন উপাদান রাখার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।
কাউন্টার টেরোরিজম পুলিশিং সাউথ ইস্টের (সিটিপিএসই) একজন মুখপাত্র বলেছেন, অনলাইন ফোরামে “অসংখ্য বর্ণবাদী মন্তব্য” করার পরে “উদ্বিগ্ন” জনসাধারণ কিশোরটির নামে রিপোর্ট করেছিলেন।
‘ছেলেটি মসজিদে গুলি করে মুসলমানদের হত্যা করার কথা বলেছিলেন’ তারা যোগ করেন।
কিশোরটিকে ১৮ জুন গ্রেপ্তার করা হয় এবং অনুসন্ধানের সময় গোয়েন্দারা ‘দ্য বিগ প্ল্যান’ নামে একটি হাতে লেখা নোট উন্মোচন করেন।
মুখপাত্র যোগ করেন, ’এতে বোমা তৈরির বিশদ বিবরণ রয়েছে, বেশ কয়েকটি নামকরণ করা স্থান এবং ব্যক্তি যাদের টার্গেট বলে মনে করা হয়েছিল এবং ১০ হাজার জনেরও বেশি লোককে হত্যা করার উদ্দেশ্য ছিল।’
২০ জানুয়ারি ২০২২
এনএইচ