8.2 C
London
March 14, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

মসজিদে হারাম ও নববিতে নতুন ৪ ইমাম

সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র দুটি স্থান সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববি। এ দুই মসজিদে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাদের এই নিয়োগ দেন। উল্লেখ্য, মসজিদে হারাম ও নববিকে একত্রে হারামাইন শরিফাইন বলা হয়।

মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ বদর আল তুর্কি ও শায়খ ওয়ালিদ আশ শামসান। অন্য দিকে, মসজিদে নববিতে নিয়োগ পেয়েছেন শায়খ আবদুল্লাহ আল কুরাফি ও শায়খ মুহাম্মদ বারহাজি।

গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে এই চার অতিথি ইমাম হাজি ও মুসল্লিদের মুগ্ধ করেছিলেন। এবার নিয়মিত ইমাম হিসেবেও নিয়োগ পেলেন তারা।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
০৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ইতিহাসে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সৌদি সুন্দরী

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র জমা দেবে হামাস

ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন আনল সৌদি আরব