4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মহামারি উত্তরণে ট্যাক্স বৃদ্ধির উপর জোর দিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক, কর দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তনগুলো ঘোষণা করেছেন ৩ মার্চের বাজেটে। ব্যক্তিগত ভাতা স্থির থাকবে বলে জানান তিনি। অর্থাৎ আরো এক মিলিয়ন লোক আয়কর প্রদান শুরু করবে এবছর থেকে।

 

তবে তিনি জোর দিয়ে বলেছেন, কারো গৃহ ভাতা কমিয়ে দেওয়া হবে না। এছাড়া ব্যক্তিগত ভাতা স্থির থাকলে নিন্ম আয়ের লোকদের বেশি ক্ষতি হবে না বলেও জানান তিনি।

 

সুনাক ঘোষণা করেছেন, করোনা ভাইরাস মহামারি দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তার জন্য গত বছর চালু করা হয়েছিল যে ইউনিভার্সাল ক্রেডিট সাপ্তাহিক ২০ পাউন্ড, তা সেপ্টেম্বর মাসে শেষ হবে।

 

বাজেটের বড় অর্থ সংগ্রহের পদক্ষেপ হিসেবে তিনি কোম্পানির মুনাফার উপর কর বাড়িয়ে ১৯ শতাংশ থেকে ২৫ শতাংশ করছেন। যদিও ২০২৩ সাল পর্যন্ত এটি কার্যকর হবে না এবং ছোট সংস্থাগুলোকে ছাড় দেওয়া হবে।

 

কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির মহাপরিচালক টনি ড্যাঙ্কার বলেছেন, কর্পোরেশন ট্যাক্স বৃদ্ধি করলে এটি অনেক ব্যবসার জন্য কঠিন হবে এবং যুক্তরাজ্যে বিনিয়োগের পরিকল্পনাকারীদের জন্য উদ্বেগজনক সংকেত প্রেরণ করবে।

 

ঋষি সুনাক বিবিসিকে বলেন, মহামারির কারণে যে ঋণ নেওয়া হয়েছে তা নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ।

 

 

সূত্র: বিবিসি
৪ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

প্রশংসায় ভাসছে গৌরি চৌধুরীর ‘বাবা তুমি ছাড়া এই পৃথিবী’

অনলাইন ডেস্ক

চীনে গত দুই বছরের মধ্যে সবচেয়ে শোচনীয় করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক

তৃতীয় জাতীয় লকডাউনে যুক্তরাজ্য, স্কুল বন্ধ