মাংস কম পরিবেশন করায় বরপক্ষ বনাম কনেপক্ষর মধ্যে কথা কাটাকাটির জেরে প্রাণঘাতী সংঘর্ষে রুপ নেয় বিয়ে বাড়ি। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় বরের বাবার। বাংলাদেশে ঘটেছে এমন কাণ্ড। উত্তরাঞ্চলের নীলফামারীর জলঢাকায় একটি বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন।
শুক্রবার রাতে জলঢাকার আমরুলবাড়ী গ্রামে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। জলঢাকা পৌর এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মহম্মদের ছেলে আলির বিয়ে সম্পন্ন হয়। তবে বিপত্তি দেখা দেয় অতিরিক্ত অতিথি আসা নিয়ে।
বিয়েতে বরপক্ষের একশ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াইশ অতিথি আসেন। এর ফলে খাওয়ার সময় মাংস কম পড়ে। নিহত বরের বাবা নুর মহম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর। বরের বাবা পরে যাওয়ার সময় কনের বাবাকে বলেন মাংস কম হয়েছিল। আপ্যায়নে ঘাটতি ছিল। কথা কাটাকাটির মাঝে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ কনে পক্ষের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা নুর মহম্মদ। তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাংস নিয়ে মারামারি ও মৃত্যুর এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এম.কে
০৬ মার্চ ২০২৩