TV3 BANGLA
বাংলাদেশ

মাতারবাড়ি বন্দরের ব্যবস্থাপনায় আগ্রহী সৌদি কোম্পানি

সৌদি আরবের মালিকানাধীন বন্দর পরিচালনা সংস্থা রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলিরেজা এই আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে— বৈঠকে আলিরেজা বলেছেন, তাদের সংস্থা মাতারবাড়ি বন্দরের কার্যক্রম উন্নত করে এটি অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে পরিণত করতে সক্ষম।

বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্থাটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান এবং বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলকে রফতানি ও শিপিং হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে আরও বন্দর নির্মাণ করবে।

আলিরেজা জানান, রেড সি গেটওয়ে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছে এবং এর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ২৫ মিলিয়ন ডলারের কনটেইনার হ্যান্ডলিং ক্রেনসহ বিভিন্ন সরঞ্জাম চীন থেকে আমদানি করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২৫ মিলিয়ন ডলারের সরঞ্জাম আমদানি করা হবে।

তিনি বলেন, এসব সরঞ্জাম হাইব্রিড, যা বিদ্যুৎ ও জ্বালানি উভয়েই চালানো সম্ভব। যা কার্বন নিঃসরণ কমাতে সহায়ক হবে।

মাতারবাড়ি বন্দরের গুরুত্ব তুলে ধরে আলিরেজা জানান, এটি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রবন্দর এবং তাদের সংস্থা এতে বিনিয়োগ করতে আগ্রহী। মাতারবাড়িকে একটি বড় শিপিং হাবে পরিণত করার পরিকল্পনার কথাও তিনি জানান।

চট্টগ্রামের বন্দরের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব হবে বলে মন্তব্য করেন আলিরেজা। তিনি বলেন, উন্নত বন্দরের কারণে শীর্ষস্থানীয় অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করতে আগ্রহী হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

এম.কে
২৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘের

আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামাল বাংলাদেশ

নিউজ ডেস্ক

১৫ বছরে এমন শিলাবৃষ্টি দেখেনি সিলেটবাসী!