আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী এই রাজনীতিক ইতিহাস গড়ে সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন।
মেয়রের দায়িত্ব গ্রহণের আগে তার ট্রানজিশন টিমে অর্থাৎ অভিষেক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছেন নয়জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, যা বাংলাদেশি কমিউনিটির জন্য অভূতপূর্ব স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে মামদানি ৪০০ সদস্যের ১৭টি কমিটি সমন্বয়ে ট্রানজিশন টিম ঘোষণা করেন। এ তালিকায় থাকা নয়জন বাংলাদেশি বিভিন্ন নীতি-নির্ধারণী কমিটিতে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার ও কমিউনিটি সংগঠনে সক্রিয় থাকার কারণেই তারা এসব কমিটিতে জায়গা পেয়েছেন।
কমিটি অন কমিউনিটি অরগানাইজিংয়ে রয়েছেন হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়া। কমিটি অন কমিউনিটি সেইফটিতে আছেন ‘রাইজ আপ নিউ ইয়র্ক’-এর সামশুল হক। কমিটি অন ইমিগ্র্যান্ট জাস্টিসে দায়িত্ব পেয়েছেন সিএভির ফারিয়া আক্তার।
কমিটি অন ওয়ার্কার জাস্টিসে রয়েছেন ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’-এর মোহাম্মদ করিম চৌধুরী, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্কুল অব ল-এর অ্যাটর্নি সমতলী হক এবং ড্রাম বিটের নেত্রী কাজী ফৌজিয়া। কমিটি অন স্মল বিজনেসে যুক্ত হয়েছেন মুনার আরমান চৌধুরী ও ভালোর (ভ্যালর) শাহারিয়ার রহমান। কমিটি অন ইয়ুথ অ্যান্ড এডুকেশনে রয়েছেন তাজিন আজাদ।
এর আগে পাঁচ নারীকে কো-চেয়ার করে পুরো ট্রানজিশন কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব দেন নবনির্বাচিত মেয়র। এই ১৭টি কমিটি নিউ ইয়র্ক সিটির শতাধিক এজেন্সির কাজ, বাজেট, সংকট ও অগ্রাধিকার নির্ধারণ করে নতুন মেয়রকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। পাশাপাশি ডেপুটি মেয়র, পুলিশ কমিশনার, শিক্ষা কমিশনার, হাউজিং চিফসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের বিষয়েও পরামর্শ দেবে।
এই ট্রানজিশন টিমের প্রধান দায়িত্ব হবে মেয়রের নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবে রূপ দিতে দীর্ঘমেয়াদি নীতিমালা তৈরি করা—যেমন ভাড়া কমানো, গণপরিবহন উন্নয়ন, বাস সার্ভিস ফ্রি করা, নিরাপত্তা জোরদার, স্কুল সংস্কার ও গৃহহীনতা কমানোর পরিকল্পনা।
নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও মামদানির নির্বাচনে ব্যাপকভাবে সক্রিয় ছিল। ভোট প্রার্থনা থেকে শুরু করে তহবিল সংগ্রহ—সব ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নবনির্বাচিত মেয়র তার অভিষেক টিমে নয়জন বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করে সেই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৪০০ সদস্যের তালিকায় এখন পর্যন্ত ১৬ জন ভারতীয় ও ১১ জন পাকিস্তানির নামও চিহ্নিত হয়েছে। দক্ষিণ এশীয় কমিউনিটির এমন বিস্তৃত অন্তর্ভুক্তি নিউ ইয়র্কের ভবিষ্যৎ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত স্থানীয় বিশ্লেষকদের।
এম.কে

