4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মারা গেছে বিখ্যাত মিম কুকুর চিমস

ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার ১২ বছর বয়সে মারা গেছে ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিম কুকুর ‘চিমস’।
চিমসের মালিকরা জানান, শুক্রবার অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল চিমস।

শনিবার চিমসের মালিক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ইনস্টাগ্রাম পোস্টে কুকুরটির মৃত্যুর খবর জানিয়ে মালিকরা লেখেন, মন খারাপ করবেন না। সে আমাদের কতটা আনন্দ দিয়েছে, তা মনে রাখুন। মনে করে দেখুন, করোনাকালে সে কীভাবে মানুষের মন ভালো রাখতে সাহায্য করেছে।

২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠে চিমস নামে বিখ্যাত কুকুরটি। ওই সময় অনলাইনে তার মজার মজার সব ছবি ভাইরাল হয়ে যায়। পরে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অস্বস্তি বা দুর্বলতা প্রকাশের দারুণ মাধ্যম হয়ে ওঠে তার ছবি।

মূলত করোনাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি ভাইরাল হয়ে ওঠে চিমস। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি মন জিতে নিয়েছিল সবার। তার সত্যিকারের ছবি থেকে বানানো অ্যানিমেটেড ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এম.কে
২১ আগস্ট ২০২৩

আরো পড়ুন

অষ্ট্রেলিয়ার অভিবাসনে আসছে পরিবর্তন, বাড়ছে শিক্ষার্থীদের কর্মঘণ্টা

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজ ডেস্ক

নতুন সাবস্ক্রাইব ব্যবস্থা চালু করছে স্যোশাল মিডিয়া সাইট এক্স