ভারতের রঞ্জি ট্রফিতে তিনি একসময় ছিলেন রাজস্থান দলের ওপেনার। দীর্ঘদিন হতে ৪০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার রোহিত শর্মা লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার জয়পুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাঁচ দিন আগে তিনি হাসপাতালটিতে ভর্তি হন।
এই ডানহাতি ওপেনার শর্মা তার দক্ষ ব্যাটিং দিয়ে রাজস্থান ক্রিকেটে বিশাল অবদান রেখেছিলেন। ৭টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ১৬৬ রান সংগ্রহ করেছিলেন। তিনি ২৮টি লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে ৩৫ গড়ে করেন ৮৫০ রান। যার মধ্যে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।
এছাড়াও শর্মা ৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন, যেখানে তিনি তার লেগ-স্পিন বোলিং দক্ষতা প্রদর্শন করে ৬টি উইকেট দখল করেন। তার ক্রিকেট ক্যারিয়ার ছিল ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত।
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শর্মা কোচিংয়ে মনোনিবেশ করেন। নতুন নতুন প্রতিভা খুঁজে বের করতে তিনি নিজেই আরএস ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
এম.কে
০৩ মার্চ ২০২৪