14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মালয়েশিয়ায় চালু হচ্ছে অনলাইন বিশেষ পাশ

মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ ও দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য একটি অনলাইন বিশেষ পাশ (ইএসপি) চালু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আগামী বছরের জানুয়ারিতে এটি চালু হবে।

সোমবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

সাইফুদ্দিন নাসুশন বলেন, এই বিশেষ পাশ অভিবাসন বিভাগের যানজট কমানোর পাশাপাশি সংস্থাটিকে ডিজিটালাইজড করার অন্যতম প্রচেষ্টার একটি উদ্যোগ।

যে কোনো বিদেশি নাগরিক যারা নতুন আবেদন, সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি পিএলএস, পিএলআইকে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে রয়েছেন তারাও এই ইএসপির জন্য আবেদন করতে পারবেন।

এম.কে
২৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

একজনের আঙুলের ছাপে ৪০০ জন ওমরায়, অভিযোগ সৌদি দূতাবাসের

বাংলাদেশ থেকে মাছের আঁশ যাচ্ছে জাপান-চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে

শ্রীমঙ্গলে রাতভর বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়র মধু মিয়া আটক