9.9 C
London
October 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

মালয়েশিয়ার বিমানবন্দরে আটক আজহারী, ফেরত পাঠাতে পারে দেশে

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছালে তাকে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া হয়নি। পুলিশ জানিয়েছে, তাকে দ্রুত দেশে ফেরত পাঠানো হতে পারে।

মালয়েশিয়ার পুলিশ সদর দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশ করতে বাধা দেয়। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বেশি কিছু জানানো হয়নি।

এর আগে, শুক্রবার সকালে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে দেশ ছাড়ার ঘোষণা দেন। তিনি লেখেন, “দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারকে সঙ্গে কাটিয়েছি। এ সময় বিভিন্ন আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামও করেছি। আলহামদুলিল্লাহ, দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে সংক্ষিপ্ত নোটিশের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি।”

তিনি আরও লেখেন, “আজ আমি মালয়েশিয়া চলে যাচ্ছি এবং মাস খানেক পর আবার দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, এবং অর্গানাইজিং ক্যাপাসিটির উপর নির্ভর করে দেশজুড়ে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেতে পারি। তবে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে।”

উল্লেখ্য, গত ২ অক্টোবর দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ৯ দিনের মাথায় তিনি ফের মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এম.কে
১২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

এমপি আনার হত্যাঃ কাভারেজ পেতে মিডিয়াতে গালগল্প বলতেন হারুন

কেন সিলেটকেই কেন্দ্র করে জঙ্গিদের এই অপতৎপরতা?

অনলাইন ডেস্ক

নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার: রয়টার্স