7.4 C
London
April 12, 2025
TV3 BANGLA
ফিচার

মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপারঃ গায়ক লাকি আলী

ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার ৬৫ বছর বয়সি এ গায়ক বললেন— মুসলমান হওয়া মানে নিঃসঙ্গ ব্যাপার।

শুক্রবার ১২ জুলাই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে লাকি আলী লেখেন, “পৃথিবীতে মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার। নবীর সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে যাবে, বিশ্ব আপনাকে ‘সন্ত্রাসী’ বলবে।”

লাকি আলী হঠাৎ এমন ভাবনার কথা কেন প্রকাশ করলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। উল্লেখ্য যে,
বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৩ জুলাই ২০২৪

আরো পড়ুন

সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক

ফেসবুকে যুক্ত হলো নতুন ফিচার

জাপানে স্বাদ নেয়া যায় এমন টিভি আবিষ্কার