20.2 C
London
July 27, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রথম নারী মহাসচিব জারা মোহাম্মদ

যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। রোববার (৩১ জানুয়ারি) জারা মোহাম্মদকে ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ (এমসিবির) মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে বলে জানায় দ্য গার্ডিয়ান।

 

জানা যায়, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংস্থাটির মহাসচিব নির্বাচন। নির্বাচনে জারা মোহাম্মদ জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হন।

 

মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ‘ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। এবং সবসময় মুসলিমদের অধিকার নিয়ে কাজ করব।’

 

তিনি আরও বলেন, আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ।

 

মানবাধিকার বিষয়ে পড়াশোনা করা গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ হারুন খানের দায়িত্ব নিচ্ছেন। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

 

২ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

ফ্রান্সেও পাওয়া গেলো করোনার নতুন ‘স্ট্রেইন’

২০২২-এর আগে নতুন কোনো বিধিনিষেধ নয়